১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৬

শ্যামনগর প্রেসক্লাবের আয়োজনে উপকুলীয় দিবস উপলক্ষে র‌্যালী,আলোচনাসভা ও স্বারকলিপি প্রদান

 শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:

সোমবার বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে কোষ্টাল জার্নালিষ্ট ফোরামের আয়োজনে ‘৭০-এর ১২ নভেম্বর প্রলঙ্করী ঘূর্নিঝড় স্মরণে প্রস্তাবিত উপকুল দিবস উপলক্ষে র‌্যালী,আলোচনাসভা ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বারকলিপি প্রদান করা হয়।
র‌্যালী শেষে প্রেসক্লাবের সহ-সভাপতি জি এম মুনসুর আলমের সভাপতিত্বে ও সাংবাদিক রনজিৎ বর্মনের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক শেখ আফজালুর রহমান,সাধারণ সম্পাদক জাহিদ সুমন, উপদেষ্টা আবু সাইদ,সাংবাদিক আনিসুজ্জামান সুমন,সাংবাদিক আলমগীর হোসেন,সাংবাদিক সরদার সিদ্দিক, সাংবাদিক মোস্তফা কামাল,সাংবাদিক মারুফ হোসেন, সাংবাদিক মিজানুর রহমান,সাংবাদিক আমজাদ হোসেন মিঠু ,সাংবাদিক কুমুদ গায়েন প্রমুখ। আলোচনাসভা শেষে সাংবাদিকবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন।
আলোচনা সভায় বক্তারা উপকুলীয় এলাকায় আশ্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানো,সতর্ক সংকেত বিষয়ে মানুষকে সচেতন করা,উচুঁ বেড়ী বাঁধ নির্মান,উপকুলের সব মানুষকে রেডিও নেটওয়ার্কেও আওতায় আনা,তরুণ প্রজন্মের মাঝে সচেতনতা বৃদ্ধি সহ অন্যান্য দাবী উত্থাপন করেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ১৩, ২০১৭ ৮:৪০ অপরাহ্ণ