১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১২

জনসমাবেশ সফল করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দলীয় নেতা কর্মী ও সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়েছেন। আজ সোমবার টুইটে তিনি এই অভিনন্দন জানান।

টুইটে বিএনপি চেয়ারপারসন বলেন, গতকাল রোববারের জনসভায় সরকার ও তাদের দলীয় নেতাকর্মীদের শত বাধা-বিঘ্ন উপেক্ষা করে বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত হয়ে সমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন। শান্তিপূর্ণ জমায়েত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য তিনি সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ১৩, ২০১৭ ৮:০৩ অপরাহ্ণ