১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৩

আবারও রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রতিশ্রুতি সু চির

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সেনাবাহিনীর নির্যাতনে যেসব রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়েছেন তাদের নিরাপদে ফিরিয়ে নিতে আবারও প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির নেত্রী অং সান সু চি। দক্ষিণ-পূর্ব এশিয়ার দশ দেশের আঞ্চলিক সংস্থা আসিয়ানের সম্মেলনে সোমবার ম্যানিলায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

ম্যানিলায় দুই দিন ব্যাপি অনুষ্ঠিত সংস্থাটির ৩১তম সম্মেলনের প্রথম দিনে নির্যাতিত রোহিঙ্গাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম ম্যানিলা বুলেটিন বলছে, বাস্ত্যুচুত রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় সম্মেলনে। সম্মেলনে এই উদ্বেগ উঠে আসার পর সু চি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের ব্যাপারে আসিয়ানের নেতাদের আশ্বস্ত করেন।

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের সভাপতিত্বে ম্যানিলায় দু’দিন ব্যাপি এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ফিলিপাইনের প্রেসিডেন্টের মুখপাত্র হ্যারি রোকু জুনিয়র বলেন, বাংলাদেশ-মিয়ানমারের চুক্তির তিন সপ্তাহ পর রোহিঙ্গাদের স্বদেশে ফেরতের কথা জানালেন সু চি। মিয়ানমার জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান নেতৃত্বাধীন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করছে বলে জানিয়েছে দেশটির সরকারের এই কার্যত প্রধান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ১৩, ২০১৭ ৩:৩৩ অপরাহ্ণ