২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৪

সেন্টমার্টিন্সের রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক:

নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের আধার আর নীলের রাজ্য সেন্টমার্টিন’স দ্বিপ। এই দ্বীপে নীল আকাশ আর সমুদ্রের নীল পানি মিশে একাকার হয়েছে গেছে। খোলামেলা বালুকাময় সমুদ্র সৈকত এবং সমুদ্রের বিরামহীন গর্জন যেন নীল রংয়ের মায়াময় রাজ্যে পরিণত করেছে সেন্টমার্টিন’সকে।

পর্যটকদের জন্য প্রিয় গন্তব্য হল দেশের সর্বদক্ষিণের এই সেন্টমার্টিন্স দ্বীপ। তবে সে গন্তব্যে সারা বছর পর্যটকবাহী বড় জাহাজ চলাচল করে না। এ বছরও কয়েক মাস বন্ধ থাকার পর আজ থেকে শুরু হচ্ছে জাহাজ চলাচল। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ সিদ্দিকী জানান, আজ সোমবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন্স নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে।

ইউএনও জাহিদ জানান, প্রতিবছর মধ্য অক্টোবর থেকে এ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। নাফ নদীর বেশ কয়েকটি স্থানে ডুবন্ত চর জেগে ওঠায় ওই জাহাজগুলোকে নাফ নদীর শূন্যরেখা পেরিয়ে মিয়ানমারের জলসীমার ভেতর দিয়ে চলাচল করতে হয়। বিগত বছরগুলোতে এ নিয়ে কোনো ধরনের সমস্যা না হলেও এ বছর রোহিঙ্গা ইস্যুতে জাহাজ চলাচল নিয়ে নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হয়।

এ নির্বাহী কর্মকর্তা আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি পর্যালোচনার করে এ সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া জাহাজগুলোতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পর্যটকদের নিরাপত্তার জন্য নিয়োজিত থাকবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ১৩, ২০১৭ ৩:২৭ অপরাহ্ণ