১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২১

অনন্ত-বর্ষার ঘরে আবারও ছেলে সন্তান

নিজস্ব প্রতিবেদক:

আবারও ছেলে সন্তানের মা-বাবা হলেন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নবাগত ছেলে সন্তানের ছবি প্রকাশ করেছেন রূপালী পর্দার ও বাস্তবের এ জুটি।

গত ২৩ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককস্থ বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন অনন্ত জলিলের স্ত্রী বর্ষা। তবে এ খুশির খবর এতদিন জানতে পারেনি কেউ। সোমবার সকালে অনন্ত জলিল তার ভেরিভাইড ফেসবুক পেজে ছোট ছেলের ছবিসহ এমন খুশির খবর জানান।

শুধু ছবি নয়, ছোট ছেলের নামও জানিয়েছেন বাবা অনন্ত জলিল। অনন্ত-বর্ষা দম্পতি তাদের দ্বিতীয় সন্তানের নাম রেখেছেন আবরার ইবনে জলিল। এর আগে ২০১৪ সালে জন্ম নেয় অনন্ত-বর্ষা দম্পতির প্রথম সন্তান আরিজ ইবনে জলিল। বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন অনন্ত জলিল। দুই সন্তানের জন্যই সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০১০ সালে প্রথম চলচ্চিত্র ‘খোঁজ দ্য সার্চ’ এর মাধ্যমে দর্শকদের সামনে আসেন অনন্ত-বর্ষা জুটি। এরপর ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। এ পর্যন্ত অনন্ত জলিলের সবকটি ছবিতেই নায়িকা হিসেবে অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ১৩, ২০১৭ ১:৩৭ অপরাহ্ণ