১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৮

পাচারকারীদের কাছে মিলল চারটি বাঘের বাচ্চা

যশোর প্রতিনিধি:

যশোরে চারটি বাঘের বাচ্চাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০টার দিকে শহরতলীর চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে একটি প্যারাডো গাড়ি থেকে বাঘের বাচ্চাগুলো উদ্ধার করা হয়। চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ বায়োজিদ বলেন, সকাল ১০ টাকার দিকে চাঁচড়া চেকপোস্ট এলাকায় প্যারাডো গাড়ি তল্লাশি করে চারটি বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। এসময় দুইজনকে আটকও করা হয়েছে।

তিনি বলেন, পাচারকারী চক্র ঢাকার উত্তরা থেকে বাঘের বাচ্চাগুলো নিয়ে বেনাপোলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে যশোরে পুলিশের হাতে ধরা পড়েছে। তবে আটক দুইজনের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশের এ কর্মকর্তা।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ১৩, ২০১৭ ১:২৮ অপরাহ্ণ