২৫শে জানুয়ারি, ২০২৬ ইং | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৩:২৩

ভারতে নৌকা ডুবে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের অন্ধ্রপ্রদেশে একটি নৌকা ডুবে অন্তত ১৬ পুন্যার্থীর ‍মৃত্যু হয়েছে। আজ সোমবার ভারতীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি এ খবর দিয়েছে। পুলিশ জানিয়েছে, নৌকাটিতে ৩৮ জন যাত্রী ছিল, যার বেশিরভাগই একটি ধর্মীয় অনুষ্ঠানের যোগ দিতে যাচ্ছিল। খবরে বলা হয়েছে, হায়দরাবাদ থেকে ২৭৫ কিলোমটিার দূরে বিজয়াদ্দার কৃষ্ণ নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

দেশটির ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্স বলেছে, ২০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে আরো কোনো মরদেহ আছে কিনা তা জানতে উদ্ধার অভিযান চলছে। রাজ্যের পর্যটনমন্ত্রী এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, নৌকার মালিকের বৈধ কোনো কাগজপত্র নেই। তাছাড়া নৌকাটিতে অতিরিক্ত লোক তোলা হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিস থেকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে উত্তর ভারতে একটি নৌকা ডুবে অন্তত ২০ জনের মৃত্যু হয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১৩, ২০১৭ ১:০৮ অপরাহ্ণ