আন্তর্জাতিক ডেস্ক:
দেশটির ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্স বলেছে, ২০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে আরো কোনো মরদেহ আছে কিনা তা জানতে উদ্ধার অভিযান চলছে। রাজ্যের পর্যটনমন্ত্রী এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, নৌকার মালিকের বৈধ কোনো কাগজপত্র নেই। তাছাড়া নৌকাটিতে অতিরিক্ত লোক তোলা হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিস থেকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে উত্তর ভারতে একটি নৌকা ডুবে অন্তত ২০ জনের মৃত্যু হয়।
দৈনিকদেশজনতা/ আই সি