স্পোর্টস ডেস্ক:
২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। রোববার রাতে বিশ্বকাপ বাছাইপর্বেরর প্লে অফে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করে দলটি। তবে প্রথম লেগে সুইজারল্যান্ড জিতেছিল ১-০ গোলে। দুই লেগ মিলে তাই ফলটা সুইসদের পক্ষে। টানা চার বারের মতো ফুটবলের সবচেয়ে মর্যাদার আসরে পৌঁছাতে দলটির কোন সমস্যা হয়নি।
ম্যাচে দুই দলই সুযোগ পেয়েছে গোলের। তবে কাজে লাগাতে পারেনি কেউ। সুইজারল্যান্ডের ম্যাচ ড্র করলেই চলতো। কিন্তু নর্দান আয়ারল্যান্ডের তো জয় চাই-ই চাই। তাই একারণেই যোগ করা সময়ে সবাইকেই দেখা গেল আক্রমণে উঠতে। কিন্তু হলে কি হবে, বিশ্বাকাপের ভাগ্য যে লেখা হয়ে আছে সুইজারল্যান্ডের। প্রথম লেগে পেনাল্টি থেকে গোল করেছিল সুইসরা। সেই পেনাল্টিটা অবশ্য ছিল বিতর্কিত।
টানা বারবারের সঙ্গে সবমিলিয়ে এবারোবার বিশ্বাকাপের মূল পর্বে খেলতে যাচ্ছে সাইজারল্যান্ড। তিনবার কোয়ার্টার ফাইনালে খেলেছিল তারা। ১৯৩৪, ১৯৩৮ ও ১৯৫৪ সালে কোয়ার্টারে খেলাটাই তাদের বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ সাফল্য। এদিন বিশ্বকাপ নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া ও মিশরও।
দৈনিকদেশজনতা/ আই সি