দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:
বিতর্কিত দক্ষিণ চীন সাগর নিয়ে বিভিন্ন দেশের মধ্যে যে বিবাদ চলছে তা সমাধানে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরকে নিয়ে ভিয়েতনাম এবং চীনের মধ্যে বিবাদ রয়েছে। গতকাল রবিবার হানোইয়ে ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রান দাই কুয়াং এর সঙ্গে বৈঠক শুরু হওয়ার আগে ট্রাম্প জানান, দক্ষিণ চীন সাগর ইস্যুতে ট্রাম্পের মধ্যস্থতা করার প্রয়োজন হলে তাঁকে যেন সেই বিষয়ে অবগত করা হয়।
ট্রাম্পের মতে, বিতর্কিত এই এলাকায় চীনের উপস্থিতি যথেষ্ট সমস্যাজনক। তাই সমস্যার সমাধানে তিনি এগিয়ে আসতে পারেন কারণ ট্রাম্প নিজেকে একজন ভালো মধ্যস্থতাকারী হিসেবে মনে করেন। তিনি আরও জানান, উত্তর কোরিয়াকে নিয়ে সমস্যা সমাধানে চীন এগিয়ে এসেছে এবং তিনি মনে করেন রাশিয়াও সহায়তা করবে। উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরের বড় অংশে বরাবরই নিজের আধিপত্য দাবি করে এসেছে চীন।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

