আন্তর্জাতিক ডেস্ক:
ভারতে এবার গরু বহনের অভিযোগে এক মুসলিমকে হত্যা করা হয়েছে। গরু নিয়ে যাওয়ার অভিযোগে রাজস্থান-হরিয়ানা সীমান্তের আলওয়ারে গুলি করে মারা হয় একজনকে। পরে লাশটিকে রেললাইনে ছুড়ে ফেলে দেন গোরক্ষকরা। তার সঙ্গী আরো দু’জন গুরুতর আহত হয়েছেন গণপিটুনিতে। গত শুক্রবার এই ঘটনা ঘটেছে রাজস্থানের আলওয়ার জেলায় গোবিন্দ গড়ের কাছে ফাহারি গ্রামে। খবর আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভি’র
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওইদিন দুই সঙ্গীকে নিয়ে ওমর মোহাম্মদ (৩২) নামে একজন হরিয়ানার মেওয়াট থেকে গরু নিয়ে যাচ্ছিলেন রাজস্থানের ভরতপুরে। ওই সময়েই তাদের ঘিরে ফেলে গোরক্ষকরা। প্রথমে শুরু হয় গণপিটুনি।
দৈনিকদেশজনতা/ আই সি