২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৯

পিএসএল: লাহোরে মুস্তাফিজ, পেশোয়ারে তামিম

স্পোর্টস ডেস্ক:

রোববার লাহোরে শুরু হয়েছে ২০১৮ সালের পিএসএলের প্লেয়ার্স ড্রাফট। যেখানে ডায়মন্ড ক্যাটাগরির মোস্তাফিজকে দলে নিয়েছেন লাহোর কালান্দার্স।বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবালকে কিনে নিয়েছে পেশোয়ার জালমি। তামিম আগের আসরেও খেলেছেন পেশোয়ারে। তবে এবার তাকে ছেড়ে দিয়েছিল দলটি। নিলামের শুরুতেই অবশ্য তামিমের ডাক এলে তাকে দলে ফিরিয়ে নেয় পেশোয়ার।

সাকিব আল হাসানকে রেখে দিয়ে তামিমকে ছেড়ে দিয়েছিল তারা। আগের আসরের মতো আসছে আসরেও তাই সাকিব ও তামিম বাংলাদেশের দুই সেরা পারফর্মারকে এক দলেই দেখা যাবে। দুজনই ডায়মন্ড ক্যাটাগরির খেলোয়াড়। যাদের সর্বনিম্ন মূল্য ৭০ হাজার ডলার। মোস্তাফিজও তো এই ক্যাটাগরিতেই।

এবারের পিএসএলের নিলামে ৫০১ জন ক্রিকেটার উঠেছেন যার ৩০৮ জনই বিদেশি। ফিট হয়ে পুরোদমে মাঠে ফেরা ডায়মন্ট ক্যাটাগরির মোস্তফিজকে এবার ছিল বাড়তি আগ্রহ। খেলতে না পারলেও গত আসরে লাহোরের খেলোয়াড় ছিলেন মোস্তাফিজ। এবার তাকে ছেড়ে দিলেও নিলামে সুযোগ আসার সঙ্গে সঙ্গে তাকে লুফে নেয় লাহোর।

এর আগে পিএসএলে বাংলাদেশের সাকিব, তামিম, মুশফিকুর রহীম খেলেছেন। গত আসরে খেলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদও।

পিএসএলের সর্বোচ্চ ক্যাটাগরি প্লাটিনাম। এই ক্যাটাগরির খেলোয়াড়ের মূল্য এ লাখ ৪০ হাজার ডলার থেকে ২ লাখ ডলার পর্যন্ত। এরপর ডায়মন্ড ক্যাটাগরি। যেখানে তামিম-মোস্তাফিজদের সর্বনিম্ন মূল্য নির্ধারিত ৭০ হাজার ডলার। গোল্ড ক্যাটাগরির খেলোয়াড়ের দাম সর্বনিম্ন ৫০ হাজার ডলার। আর সিলভার ক্যাটাগরির সর্বনিম্ন ২২ হাজার ডলার। একেবারে শেষ ক্যাটাগরি ইমার্জিং। এই ক্যাটাগরির খেলোয়াড়ের দাম সর্বনিম্ন ১০ হাজার ডলার।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ১২, ২০১৭ ৭:১৫ অপরাহ্ণ