চট্টগ্রাম প্রতিবেদক:
চট্টগ্রামের প্যারেড মাঠে সংর্ঘষের ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় চট্টগ্রাম মহানগর জামায়াত আমির, সেক্রেটারিসহ তিন নেতাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ। রোববার তাদের ঢাকা থেকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিন জামায়াত নেতা হলেন- মহানগর আমির মো. শাহজাহান, সেক্রেটারি নজরুল ইসলাম ও দক্ষিণ জেলা আমির জাফর সাদেক।
চকবাজার থানার ওসি মো. নুরুল হুদা বলেন, ‘২০১৬ সালের ১১ মে যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে নগরীর চকবাজার প্যারেড মাঠে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষ হয়। সে ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় তিন জামায়াত নেতাকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
এর আগে চলতি বছরের গত ৯ অক্টোবর রাজধানী ঢাকার উত্তরার একটি বাসা থেকে গোপন বৈঠকে জামায়াত ইসলামীর আমির মকবুল আহমাদ ও নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ ৯ নেতাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেখানে চট্টগ্রামের এ তিন জামায়াত নেতাও ছিল।
দৈনিক দেশজনতা /এন আর