১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৭

বেনাপোল সীমান্ত থেকে বিজিবি আটক করেছে ২৪

বেনাপোল প্রতিনিধি:

অবৈধ ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আজ রোববার দুপুরে বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ২৪ জন নারী পুরষকে আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় কোন পাচারকারীকে আটক কার সম্ভব হয়নি।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেূল অরিফুল হক জানান, বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে বেশ কিছু নারী পুরুষ বাংলাদেশে প্রবেশ করছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ১৯ জন পুরুষ ও ৫ জন নারী কে আটক করেন। আটককৃতদের অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ ওসি অপূর্ব হাসান জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে অভিযুক্ত ২৪ নারী পুরুষকে বিজিবি সদস্যরা থানায় সোপর্দ করেছে।আজ বিকেলে তাদেরকে যশোর আদালতে প্রেরন করা হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ১২, ২০১৭ ৬:১০ অপরাহ্ণ