১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫১

চিটাগংকে হারিয়ে খুলনার দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক:

বিপিএলের পঞ্চম আসরে টানা দ্বিতীয় জয় পেয়েছে খুলনা টাইটান্স। রোববার নিজেদের তৃতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসকে ১৮ রানে পরাজিত করেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

টস হেরে আগে ব্যাট করে খুলনা টাইটান্স ৭ উইকেটে তুলেছিল ১৭০ রান। জবাবে চিটাগংয়ের ইনিংস থেমেছে ৭ উইকেটেই ১৫২ রান করে। তাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে রোববার দিনের প্রথম খেলায় ১৮ রানে জয় খুলনার।

১৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই দুই ওপেনার লুক রনকি ও সৌম্য সরকারকে হারিয়ে ফেলে চিটাগং। এই দুই ওপেনারকে প্রথম ওভারেই পরপর দুই বলে ফিরিয়ে দেন জায়েদ। তৃতীয় বলে লুক রনকি আউট হন ব্যক্তিগত ২ রান করেই। চতুর্থ বলে সৌম্য সরকার ফিরে যান সাজঘরে। কোন রানই সংগ্রহ করতে পারেননি তিনি। দলীয় ২ রানে ২ উইকেট হারানো চিটাগং ২১ রানেই আরেকটি উইকেট হারায়। ১০ রান করে ফিরে যান দিলশান মুনাবিরা। পঞ্চম ওভারে বল করতে এসে এনামুল হক বিজয়ের উইকেট তুলে নেন ব্র্যাথওয়েট। ১৮ রান করেন বিজয়।

কিন্তু মিসবাহ-উল-হক ও সিকান্দার রাজা কিছুটা আশা জাগালেন পঞ্চম উইকেটে জুটিটে। মিসবাহ ও রাজা মিলে পঞ্চম উইকেটে তুললেন ৫৯ রান।  কিন্তু রাজা ৩৭ রান করে ফিরে যেতেই যেন সব শেষ। ৯৭ রানে ৫ উইকেটে পড়লো চিটাগংয়ের। ১০ রানের ব্যবধানে ফিরে গেলেন মিসবাহও। ৩৭ বলে ৩০ রান করেছেন তিনি। আবু জায়েদের বলে নাজমুল হোসেন শান্ত তার ক্যাচটি নিয়েছেন দারুণ ভাবে। এরপর লুইস রিস ২২ রান করেছেন। ১৪ রানে তানবীর হায়দার ও ৫ রানে সানজামুল অপরাজিত থাকলেন। কিন্তু পরাজয় যে লেখা হয়েছে তাদের আগেই। খুলনার আবু জায়েদ সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন। ১টি করে উইকেটে নিয়েছেন জফরা আর্চার, শফিউল ইসলাম ও ব্র্যাথওয়েট।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৭০ রান করে খুলনা। প্রথম ওভারেই শাডউইক ওয়ালটনের (৫) উইকেটে হারিয়ে শুরু। স্কোর বোর্ডে ১৩ রান উঠতে তৃতীয় ওভারে ফিরে যান মাইকেল ক্লিঙ্গার (২)। ২৯ রানে ৩ উইকেট হারালে বড় বিপর্যয়ের শঙ্কাতেই পড়ে দলটি। সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে প্রথমে ম্যাচে ফেরার বার্তা। রাইলি রুশোর সঙ্গে ছোট্ট একটা জুটি গড়েন। রুশো ফিরে যান ২৫ রান করে।

এরপর মাহমুদউল্লাহ ও আরিফুল হকের পাল্টা আক্রমণ চিটাগংয়ের উপর। মাহমুদউল্লা ৩৩ বলে ২টি করে ছক্কা ও চার হাঁকিয়ে ৪০ রান করেন। পরে আরিফুলের সঙ্গে কার্লোস ব্র্যাথওয়েট যোগ দিয়ে ঝড় তোলেন। ব্র্যাথওয়েট ১৪ বলে ৩ ছক্কা ও ২ চারে ৩০ রান করেন। আরিফুল করেন ২৫ বলে ৪০ রান। ১টি চার হাকিয়ে ইনিংসের সর্বাধিক ৪টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। চিটাগং বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ৪৩ রানে ৩ উইকেট নেন। টানা দুই ম্যাচে ৩টি করে উইকেট নিলেন তাসকিন। এছাড়া সানজামুল ২টি এবং মুনাবিরা ও শুভাশিষ রায় নিয়েছেন ১টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর :

খুলনা টাইটান্স : ১৭০/৭ (২০ ওভার) (ওয়ালটন ৫, শান্ত ৯, ক্লিঙ্গার ২, রুশো ২৫, মাহমুদউল্লাহ ৪০, আরিফুল ৪০, ব্র্যাথওয়েট ৩০, আর্চার ১১*; সানজামুল ২/২০, রাজা ০/১৭, মুনাবিরা ১/১৬, শুভাশীষ ১/২১, তাসকিন ৩/৪৩, তানবীর ০/৪৪, লুইস ০/৯)।

চিটাগং ভাইকিংস : ১৫২/৭ (২০ ওভার) (রনকি ২, সৌম্য ০, বিজয় ১৮, মুনাবিরা ১০, মিসবাহ ৩০, রাজা ৩৭, রিস ২২, তানবীর ১৪*, সানজামুল ৫*; জায়েদ ৪/৩৫, আর্চার ১/৩০, শফিউল ১/২৪, ব্র্যাথওয়েট ১/২৯)।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ১২, ২০১৭ ৬:১৪ অপরাহ্ণ