চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম সিটি করপোরেশনের তিনবারের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী গুরুতর অসুস্থ। শনিবার গভীর রাতে মহিউদ্দিন চৌধুরীকে নগরীর মেহেদীবাগে অবস্থিত বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয় বলে তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ওসমান জানিয়েছেন। তিনি বলেন, হঠাৎ করে কিডনির অসুখ বেড়ে যাওয়ায় মহিউদ্দিন চৌধুরীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বর্তমানে আইসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। ৭৪ বছর বয়সী মহিউদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে হৃদরোগসহ কিডনির জটিলতায় ভুগছেন। শনিবার বিকেলেও তিনি মহানগর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হাজির হয়ে বক্তব্য রাখেন।
এদিকে অসুস্থ মহিউদ্দিন চৌধুরীকে দেখতে রোববার সকালে হাসপাতালে যান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন। তিনি মহিউদ্দিন চৌধুরীর পাশে কিছু সময় কাটান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন বলে মেয়রের ব্যক্তিগত সচিব রায়হান ইউসুফ জানিয়েছেন।
দৈনিকদেশজনতা/ আই সি