১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৪

টসে জিতে ফিল্ডিংয়ে চিটাগং

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের দ্বিতীয় দিনে মাঠে নেমেছে খুলনা টাইটানস ও চিটাগাং ভাইকিংস। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগংয়ের অধিনায়ক মিসবাহ-উল-হক। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বেলা একটায় মাঠে নামে চিটাগং ও খুলনা।

ইতোমধ্যে খুলনা টাইটানস দু’টি ম্যাচ খেলে এক ম্যাচে জয় ও এক ম্যাচে পরাজিত হয়েছে। আজ খুলনার তৃতীয় ম্যাচ। অন্যদিকে চিটাগাং ভাইকিংসও দু’টি ম্যাচ খেলে এক ম্যাচে জয় ও এক ম্যাচে পরাজিত হয়েছে। আজকের ম্যাচে উভয় দলই চাইবে জয়ী হয়ে পয়েন্ট টেবিলে অবস্থান দৃঢ় করতে। খুলনা ও চিটাগাংয়ের জন্য ম্যাচটি তাই ভীষণ গুরুত্বপূর্ণ।

চিটাগাং ভাইকিংস
সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মিসবাহ-উল-হক, লুক রঞ্চি, সিকান্দার রাজা, দিলশান মুনাবিরা, তানভির হায়দার , শুভাশিস রায়, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, লুইস রিস।

খুলনা টাইটান্স
মাহমুদউল্লাহ রিয়াদ, রিলো রুশো, জোফরা আর্চার, চাদউইক ওয়ালটন, কার্লোস ব্র্যাথওয়েট, মোশাররফ হোসেন রুবেল, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ, মাইকেল ক্লিঙ্গার, আরিফুল হক।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১২, ২০১৭ ১:৪৪ অপরাহ্ণ