১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৫

জনসভা ভন্ডুল করতে গণ গ্রেপ্তার চালাচ্ছে সরকার: রিজভী

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসভা ভন্ডুল করতে সরকার গণগ্রেপ্তারসহ নানা অপতৎপড়তা চালাচ্ছে। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা মঞ্চে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, গতকাল রাত থেকেই ঢাকা ও আশেপাশের এলাকায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতাকর্মীদের গ্রেফতার করেছে পুলিশ। তিনি বলেন, এসব করে সরকার অগণতান্ত্রিক আচরণের পরিচয় দিচ্ছে। এসব করে পার পাবেনা বলেও হুশিয়ার করেন তিনি। রিজভী বলেন, শুনতে পাচ্ছি বিভিন্ন স্থানে গণপরিবহন বন্ধ করে দিয়েছে। কিন্তু তাতে কোন লাভ হবেনা। দুপুরের পর সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল রোধ করতে পারবেনা সরকার।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১২, ২০১৭ ১২:২৮ অপরাহ্ণ