২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:০৮

গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের শ্রীপুরে শনিবার সন্ধ্যায় বাস ও অটোরিক্সার সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। নিহতের নাম দেলোয়ার হোসেন। তিনি রাজাবাড়ি বাজারের একজন টিনের ব্যবসায়ী এবং শ্রীপুর উপজেলার গজারিয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। তার বড় ভাই আক্তারুজ্জামান গাজীপুর জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) মোহসীন হোসাইন ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার দিকে ঢাকা-কাপাসিয়া সড়কের রাজাবাড়ি বাজার সংলগ্ন সেতুর পশ্চিম পাশে কাপাসিয়াগামী রাজদূত পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী দেলোয়ার হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা আরো চারজন আরোহী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। আহতদের মধ্যে কাপাসিয়া উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামের দুই সহোদর আবুল কালাম ও রুহুল আমিনের অবস্থা আশংকাজনক। এদিকে, পুলিশ ঘাতক বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন এসআই মোহসীন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১২, ২০১৭ ১০:২৫ পূর্বাহ্ণ