২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৮

২৩টি শর্তে সমাবেশের অনুমতি পেল বিএনপি

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘদিন পর রাজধানীতে সমাবেশের অনুমতি পেল বিএনপি। যদিও অন্যান্য সময়ের মতো এবারও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিএনপিকে দেয়া হয়েছে ২৩টি শর্ত।  পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যথাযথভাবে শর্তগুলো পালন না করলে যে কোনো সময় সমাবেশের অনুমতি বাতিল বলে গণ্য হবে।

যদিও বিএনপি বলছে, ‘আগামী কালকে আমরা সমাবেশ করবো। যে কোনো শর্তেই হোক আর শর্ত ছাড়াই হোক।’

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে করা আবেদনের বিষয়ে জানতে শনিবার সকালে ডিএমপির কার্যালয়ে যান বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এবং প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন। পরে ডিএমপির পক্ষ থেকে সমাবেশের অনুমতিপত্র দেওয়া হয়।

শনিবার ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মহা.আশরাফুজ্জামান স্বাক্ষরে বিএনপিকে দেওয়া চিঠিতে ২৩টি শর্তের উল্লেখ রয়েছে।

এর মধ্যে উল্লেখযোগ্য শর্তগুলো হলো-

-বিএনপিকে দুপুর ২টায় শুরু করে বিকাল ৫টার মধ্যে সমাবেশ শেষ করতে বলা হয়েছে। সমাবেশ শুরুর সর্বোচ্চ দুই ঘণ্টা আগে নেতা-কর্মীদের ঢুকতে দেবে পুলিশ।

-ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে- এমন কোনো ব্যঙ্গচিত্র প্রদর্শন, বক্তব্য দেওয়া বা প্রচার করা যাবে না।

-লাঠি-সোঁটা, ব্যানার, ফেস্টুনের আড়ালে লাঠি-রড বহন করা যাবে না।

-মিছিল নিয়ে সমাবেশে আসা যাবে না।

-উস্কানিমূলক কোনো বক্তব্য দেয়া বা প্রচারপত্র বিলি করা যাবে না।

-রাষ্ট্রবিরোধী, আইনশৃঙ্খলা পরিপন্থি বা জননিরাপত্তা বিরোধী কার্যকলাপ চালানো যাবে না।

-সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন সংলগ্ন স্থানে অনুষ্ঠানের যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে।

-সমাবেশের নির্ধারিত সময়ের আগে উদ্যান বা তার আশপাশের রাস্তা-ফুটপাতে সমবেত হওয়া যাবে না।

-যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়- এমন কিছু করা যাবে না।

-নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠানস্থলের অভ্যন্তরে ও বাইরে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।

-নিজস্ব ব্যবস্থাপনায় অগ্নি নির্বাপনের ব্যবস্থা রাখতে হবে।

-অনুমোদিত স্থানের বাইরে সাউন্ড বক্স ব্যবহার করা যাবে না।

অনুমতি পত্রে বলা আছে,শর্তাবলী যথাযথভাবে পূরণ না করলে তাৎক্ষণিকভাবে অনুমতির আদেশ বাতিল বলে গণ্য হবে। সবশেষ বলা আছে, জনস্বার্থে কর্তৃপক্ষ যে কোনো সময় কোনো ধরনের কারণ দর্শানো ছাড়া অনুমতি বাতিল করতে পারে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ১১, ২০১৭ ৫:৩৮ অপরাহ্ণ