১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১১

কুয়াকাটায় হোটেল মালিকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেলে নোংরা পরিবেশ ও সেবামূল্য নির্ধারণ না থাকাসহ বিভিন্ন অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

আবাসিক হোটেল সান রাইস এর মালিক মো. শাহজালাল মিয়াকে এ দণ্ড দেয়া হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালত নিশ্চিত করেছে।

কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলামের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত শনিবার দুপুরে এ দণ্ডাদেশ দিয়েছেন।

প্রকাশ :নভেম্বর ১১, ২০১৭ ৫:৩২ অপরাহ্ণ