২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:০২

ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সৌদি জোটের হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। শুক্রবার রাতে চালানো এ হামলায় কমপক্ষে তিনজন বেসামরিক নাগরিক আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্র ও বিদ্রোহীদের সংবাদমাধ্যম এ কথা জানায়। খবর এএফপি’র।

হুতি বিদ্রোহীদের সংবাদমাধ্যম আল-মাসিরাহ’র খবরে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় লক্ষ্য করে দুই দফা বিমান হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমান থেকে ফেলা বোমাগুলোর একটি মন্ত্রণালয়ের পার্শ্ববর্তী একটি আবাসিক এলাকায় আঘাত হানে। স্থানীয় বাসিন্দা মোহাম্মাদ আতিফ জানান, ‘আমি বাসায় থাকার সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রথম বিমান হামলার শব্দ শুনতে পাই। এতে সকলে আতংকগ্রস্ত হয়ে পড়ে। এর কয়েক মিনিট পর আমার পার্শ্ববর্তী বাড়িতে আরেক দফা বিমান হামলা চালানো হয়। ’

আতিফ বলেন, এতে ‘আমার পুরো বাড়ি কেঁপে উঠে। সেখানে আরো হামলার ভয়ে তিনি তার পরিবার নিয়ে ওই এলাকা থেকে পালিয়ে যান। এ বিমান হামলায় তার পাশের বাড়ি ধসে পড়ে। এতে সেখানে বড় ধরণের গর্তের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ধ্বংসস্তুপের ভিতর থেকে লোকজনকে উদ্ধার করা হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১১, ২০১৭ ১২:৫৯ অপরাহ্ণ