১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩১

মতিঝিলে দুই ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মতিঝিলে ডাকাতির চেষ্টাকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে মতিঝিল থানার টহল পুলিশ। গ্রেফতারদের নাম- জামাল মিয়া (২২) ও মো. শাকিল পারভেজ (১৯)। গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। মতিঝিল থানার ওফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মতিঝিল থানার টহল পুলিশের একটি টিম শুক্রবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে মতিঝিল থানার এজিবি কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ১১, ২০১৭ ১:০৩ অপরাহ্ণ