১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:০৯

লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কেওঢালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ জানান, রাতে ঢাকাগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ১৯-৭৭১৬) পণ্যবাহী একটি লরিকে (যশোর ব-৪১-০০৪২) পেছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি লরির ভেতরের দিকে ঢুকে গেলে ঘটনাস্থলেই এক নারীসহ দুইজন নিহত হয়। তাদের নামপরিচয় জানা যায়নি। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। নিহতদের নামপরিচয় শনাক্তে কাজ চলছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ১১, ২০১৭ ১১:৪২ পূর্বাহ্ণ