১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৭

মেডিকেলের নষ্ট ওষুধ পুড়িয়ে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভাঙচুর ও স্টোরে থাকা ওষুধ পুড়িয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। নষ্ট ওষুধ সরবরাহ করায় শুক্রবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলের শিক্ষার্থীরা এ ঘটনা ঘটায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অসুস্থতা বোধ করায় রাত সাড়ে ১০টার দিকে আল-বেরুনী হলের কয়েকজন শিক্ষার্থী ওষুধ নিতে মেডিকেল সেন্টারে আসে। হলে ফিরে দেখে সব ওষুধ বাইরে মেয়াদ থাকা সত্ত্বেও ভিতরে ড্যামেজ দেখে বিক্ষুদ্ধ হয়ে সেই হলের ৩০-৪০ জন শিক্ষার্থী মেডিকেল সেন্টারে এসে ড্যামেজ ওষুধ দেওয়ার কারণ জানতে চায়। এসময় মেডিকেলের স্টোরে অধিকাংশ ওষুধ ড্যামেজ পেয়ে তারা স্টোর ও মেডিকেলের কয়েকটি গ্লাস ভাঙচুর করে। একই সঙ্গে স্টোর থেকে ড্যামেজ ওষুধ বের করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. শরিফ হোসেন বলেন, আমরা শিক্ষার্থীদের থামানোর করার চেষ্টা করছি। একই সঙ্গে বিষয়টি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে জানিয়েছি। সকালে বিষয়টি নিয়ে মিটিং করে সমাধান করা হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১১, ২০১৭ ১১:৩৮ পূর্বাহ্ণ