স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ দলের লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগের সংবাদ প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় নানা আলোচনা-সমালোচনা, জন্ম নিয়েছে অনেক প্রশ্নের। কারণটাও অবশ্য যৌক্তিক।
বাংলাদেশের ইতিহাসে অন্যতম সফল কোচ তিনি। লঙ্কান এই কোচের হাত ধরেই সাফল্যের ধারায় ধরে রেখেছে টাইগাররা। কিন্তু হঠাৎ করে তার চলে যাওয়ার খবরে অন্যদের মতো অবাক জাতীয় দলের অল-রাউন্ডার মেহেদী হাসান মিরাজও।
শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে এসে মিরাজ বলেন, ‘আসলে ডিসিশনটা হঠাৎ করে। অবাক করার মতো। আসলে আমি ওই রকমভাবে শিউর না। কাল শুনতে ছিলাম যে উনি চলে যাচ্ছেন। টিমটাকে উনি খুব ভালোভাবে হ্যান্ডেলিং করছিলেন। ওই ভালো বলতে পারবেন, কেনো যাচ্ছেন। হয়তো উনি ভালো মনে করছেন। ’
এদিকে, দক্ষিণ আফ্রিকা সফরে দলের ব্যর্থতা হাথুরুসিংহের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে কিনা এমন প্রশ্নের উত্তরে মিরাজ বলেন, ‘আমাদের কাছে ওইভাবে কখনো মনে হয়নি। আমি বিশ্বাসই করতে পারতেছি না। হঠাৎ করে সিদ্ধান্তটা আসছে। এখনো অনেকে সিরিয়াস না যে উনি চলে যাচ্ছেন। ওই রকমভাবে আলোচনা হয়নি আমাদের মধ্যে। ’
২০১৪ সালে বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর হাথুরুসিংহের অধীনে বাংলাদেশ ২১টি টেস্ট, ৫২টি ওয়ানডে ও ২৯টি টি-টুয়েন্টি খেলে। এর মধ্যে ৬টি টেস্ট, ২৫টি ওয়ানডে ও ১০টি টি-টুয়েন্টিতে জয় পায় বাংলাদেশ। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি ছিল এই লঙ্কান কোচের।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

