স্পোর্টস ডেস্ক:
গত অক্টোবর মাসে মানহানির মামলায় মুক্তি পান ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। এবার ঘোষণা দিয়েছেন, এই মামলার ব্যাপারে মুখ খুলবেন তিনি। তবে তার গল্প শুনতে আগ্রহী ব্যক্তিকে অবশ্যই জ্যামাইকা যেতে হবে। শুধু মামলার বিষয় নয়, ওই মামলা চলাকালে গেইলের কেমন অনুভূতি হয়েছিল এবং প্রতিদিন আদালতে হাজিরার পর বাসায় ফিরে তিনি কী করতেন সবই বলবেন তিনি। এছাড়া আদালতে তাকে কী জিজ্ঞাসা করা হতো তাও বলবেন তিনি।
টুইটারে গেইল বলেছেন, তারা ভেবেছে আমাকে ভয় পাইয়ে দেবে। আমি কখনই মিডিয়াকে ভয় করি না। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাবে। ২০১৫ বিশ্বকাপ চলাকালে ড্রেসিংরুমে ম্যাসাজ থেরাপিস্ট এক নারীর সঙ্গে গেইল অশালীন আচরণ করেছিল বলে অভিযোগ তুলেছিল অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ফেয়ার ফক্স। এ নিয়ে সিরিজ খবরও প্রকাশ করেছিল তারা। গেইল জানিয়েছেন, এবার অস্ট্রেলিয়ার ভেতরকার কথা ফাঁস করবেন তিনি।
সাক্ষাৎকার নিতে হলে শুধু জ্যামাইকা গেলেই হবে না। এ জন্য নিলাম ডেকেছেন গেইল। যা শুরু হয়েছে চার লাখ ২০ হাজার ডলার থেকে। সাক্ষাৎকারের জন্য এ টাকা না দিলে গেইল মামলাটির অভিজ্ঞতা নিয়ে বই লিখবেন বলে জানিয়েছেন। গেইলের দাবি, সেই অভিজ্ঞতা একটি ‘সিনেমার গল্পের মতো’।
দৈনিকদেশজনতা/ আই সি