১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৭

খালার পরকীয়ার বলি যুবক অন্তর, আটক ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের লিচু বাগানে অন্তর নামের এক যুবক হত্যাকাণ্ডের মূল রহস্য বেরিয়ে এসেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আজ শনিবার ভোরে ৩ জনকে আটক করেছে। আটকরা হলেন শহরের গোয়ালপাড়া এলাকার ভূমি অফিসে কর্মরত রফিক, নিহত অন্তরের খালা লুৎফা বেগম ও অন্তরের বন্ধু শাহীন। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ জানান, বিশেষ টেকনোলজি ব্যবহার করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটক করা হয়েছে।

জানা যায়, হত্যাকাণ্ডের শিকার অন্তরের খালা লুৎফার সঙ্গে ঠাকুরগাঁও ভূমি অফিসের নাজির গোয়ালপাড়া এলাকার রফিকের পরকীয়া ছিল। লুৎফা বেগম ও রফিকের পরকীয়ার বিষয়টি টের পেয়ে অন্তর তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করেন। পরে তিনি রফিকের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। অন্যথায় ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন অন্তর। এক পর্যায়ে রফিক টাকা দেওয়ার শর্তে রাজি হন। সেই সঙ্গে ভিডিও হাতিয়ে নিয়ে তাকে হত্যার পরিকল্পনা করে অন্তরের বন্ধু শাহিনের সঙ্গে। রফিক অন্তরকে টাকা দেওয়ার জন্য মুঠোফোনে কল দেন রাতেই। পরে শাহীন অন্তরকে ডেকে মুন্সিপাড়ার একটি লিচু বাগানে নিয়ে যান। অন্তর রফিকের কথা মত লিচু বাগানে দেখা করলে প্রথমে ধারণকৃত ভিডিও ও মেমোরি কার্ড নিয়ে ৫০ হাজার টাকা দেন। টাকা পেয়ে অন্তর চলে যেতে চাইলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রফিক ও শাহীন তাকে পথরোধ করে গলায় ধারালো চাকু দিয়ে আঘাত করেন। মৃত্যু নিশ্চিত হলে হত্যাকারী রফিক ও শাহীন ৫০ হাজার টাকা নিয়ে সটকে পড়েন। প্রাথমিকভাবে রফিক পরকীয়া ও ৫০ হাজার টাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় পুলিশ আকচা এলাকার ঠিকাদার রাজুর লিচু বাগান থেকে যুবক অন্তরের লাশ উদ্ধার করে। পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, হত্যার মূল রহস্য পুলিশ তাৎক্ষণিকভাবে উদঘাটন করতে পেরে দক্ষতার পরিচয় দিয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, হত্যাকাণ্ডের শিকার অন্তর ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার নূর ইসলাম ও আফরোজা বেগমের একমাত্র ছেলে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ১১, ২০১৭ ১০:১১ পূর্বাহ্ণ