২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৫৭

জাপানের বিপক্ষে দারুণ জয় ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ বাছাই পর্বে একেবারে অপ্রতিরুদ্ধই ছিল ব্রাজিল। টানা ১৭ ম্যাচ অপরাজিত দলটি। স্বাগতিক দেশ বাদ দিলে সবার আগে বিশ্বকাপের চূড়ান্ত পর্বও নিশ্চিত করে ব্রাজিল। সেই দুরন্ত দলটির সামনে শুক্রবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পাত্তা পায়নি জাপান। বিশ্বকাপের প্রস্তুতি পর্বে জাপানকে ৩-১ গোলে হারায় নেইমাররা। ব্রাজিলের হয়ে গোল করেছেন নেইমার, মার্সেলো ও গেব্রিয়েল জেসুস। জাপানের একমাত্র গোলটি পরিশোধ করে তোমোয়াকি মাকিনো।

ফ্রান্সের লিলে অনুষ্ঠিত ম্যাচে এদিন ব্রাজিল প্রথমার্ধেই এগিয়ে যায় ৩-০ গোলে। ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন নেইমার। ৭ মিনিটের ব্যবধানে মার্সেলো গোল করলে ২-০ তে এগিয়ে যায় দলটি। ৩৬ মিনিটে গেব্রিয়েল জেসুস ব্যবধান ৩-০ করেন। বিরতির পর ব্রাজিল আর কোন গোল পায়নি। ৬৩ মিনিটে গোল করে ব্যবধান কমান জাপানের তোমোয়াকি মাকিনো। এর ঠিক কিছু সময় আগে মার্সেলো ও জেসুসকে তুলে নিয়েছিলেন ব্রাজিল কোচ তিতি। জাপান একটি গোল করার পর পরে নেইমারকেও তলে নেন তিনি।

বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট কাটতে কোনো বেগ পেতে হয়নি ব্রাজিলকে। ১৮ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছিল তারা। মঙ্গলবার ওয়েম্বলি স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ১১, ২০১৭ ১০:০৬ পূর্বাহ্ণ