নিজস্ব প্রতিবেদক:
মিয়ানমার থেকে ফের ভেলায় ভেসে বাংলাদেশে এলো আরও ১৩২ রোহিঙ্গা। গত দুইদিনে ভেলায় ভেসে ১৮৬ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। ভেলায় ভেসে রোহিঙ্গাদের দুইটি দল নাফ নদ পাড়ি দিয়ে এপারের সীমান্তে প্রবেশ করেছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে রাখাইনের ধাওনখালী চর থেকে তারা রওনা দেন। প্রায় চার ঘণ্টা নাফ নদে ভেলায় ভেসে সকাল সাড়ে ১০ টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে ৭০ জন রোহিঙ্গার একটি দল পৌছায়। এরপর আধা ঘণ্টার ব্যবধানে অপর এক ভেলায় করে ৬০ জন রোহিঙ্গার দল শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ায় পৌছায়।
এতে ৬১ জন শিশু, ৪০ নারী ও ৩১ জন পুরুষ রয়েছে। এছাড়া সকাল ৯ টার দিকে রোহিঙ্গা দুই যুবক প্লাস্টিক জারিকেন নিয়ে সাঁতরিয়ে শাহপরীর দ্বীপ জেটিঘাটে আসে। এসব রোহিঙ্গাদের স্থানীয় বিজিবি উদ্ধার করে নিজেদের হেফাজতে রেখেছে। অন্যদিকে একইদিন ভোর রাতে নৌকায় শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টাকালে শাহপরীর দ্বীপ বিওপি বিজিবি টহলদলের অভিযানে ১৬২ রোহিঙ্গাসহ দুইটি নৌকা জব্দ করে। এতে ৮৩ শিশু, ৪১ নারী ও ৩৮ পুরুষ রয়েছে। সব মিলিয়ে ২৯৪ জন রোহিঙ্গা নারী, শিশু ও পুরুষ বিজিবির হেফাজতে রয়েছে।
বিজিবির কোম্পানি কমান্ডার আব্দুল জলিল জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হেফাজতে থাকা রোহিঙ্গাদের পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
দৈনিক দেশজনতা /এন আর