১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৪২

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহ প্রতিবেদক:

ময়মনসিংহে ব্যাটারিচালিত অটোরিকশা এবং সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় পৃথক দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ সদর ও গফরগাঁও উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহের আকুয়া এলাকায় অটোরিকশার ধাক্কায় নিহত দুলাল মিয়া একজন হোটেল শ্রমিক এবং গফরগাঁওয়ে বাহাদুর ইসমাইল সড়কে সিএনজির ধাক্কায় নিহত আব্দুল হক একজন স্কুলের শিক্ষক ছিলেন।

কোতয়ালি মডেল থানার ওসি মো. কামরুল ইমলাম এবং গফরগাঁও থানার ওসি একেএম মাহাবুব আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পৃথক ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ৯, ২০১৭ ৮:১০ অপরাহ্ণ