১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৪

খালেদা জিয়ার গাড়িবহর থেকে ছাত্রদলের ৮ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতের উদ্দেশ্য রওনা হওয়ার পর তার গাড়িবহর থেকে ছাত্রদলের ৭-৮ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার জাতীয় ঈদগাঁর সামনে থেকে এসব নেতাদের আটক করা হয়েছে বলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নাজমুল হাসান দাবি করেছেন।

তিনি সাংবাদিকদের বলেন, আমরা শান্তিপূর্ণভাবে রাস্তায় অবস্থান করছিলাম। কিন্ত সরকার নেত্রীর জনপ্রিয়তা ও তার গাড়িবহরে মানুষের উপচে পড়া ভিড় দেখে, নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য পুলিশকে লেলিয়ে দিয়েছে। হামলা চালিয়েছে। আমাদের কেন্দ্রীয় কমিটির ৩ জন সহ মোট ৭-৮ জনকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ভায়োলেন্স সৃষ্টি করলে তো আটক করতেই হবে। আমাদের অনেক গুলো টিম কাজ করছে, ঠিক কতজনকে আটক করা হয়েছে সে তথ্য এখনো পাইনি। উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দিতে বেগম জিয়া আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন। এসময় তার গাড়িবহরের সাথে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ৯, ২০১৭ ৩:৪৭ অপরাহ্ণ