২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:১৯

ভক্তদের কাছে মাশরাফির অনুরোধ

স্পোর্টস ডেস্ক:

শুভাশিসের উপর দারুণ চটেছেন মাশরাফি ভক্তরা। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও টুইটারের শুভাশিসকে অকথ্য গালমন্দ করা হচ্ছে। করা হচ্ছে মণ্ডুপাত। কিন্তু ভক্তদের এমন বাড়াবাড়িতে বিস্মিত ও হতাশ রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তুচ্ছ এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করার জন্য সবাইকে অনুরোধ করেছেন ম্যাশ। গতকাল রাতেই নিজের ফেসবুকে একটি ভিডিওর মাধ্যমে এ আহবান জানান তিনি।

সেখানে মাশরাফি বলেন,‘ আমার কাছে মনে হচ্ছে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মানুষের কাছ থেকে একটু বেশিই ভালোবাসা পেয়েছি। শুভাশিসও তো জাতীয় দলের হয়ে খেলে। ওর তো ভালোবাসা প্রাপ্য। মাঠে যেটা ঘটেছে তার জন্য আমি দুঃখিত। যেটা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও বলেছি। আমি সিনিয়র। আমার উচিৎ হয়নি ওর সঙ্গে এমন প্রতিক্রিয়া দেখানো। শুরুটা আমার কাছ থেকেই হয়েছে। আমি যদি অমন প্রতিক্রিয়া না দেখাতাম তাহলে হয়তো সে নিজের জায়গায় চলে যেত। আমার জায়গা থেকে আমি দুঃখিত।’

শুভাশিসের প্রতি মমতা দেখিয়ে মাশরাফি আরো বলেন,‘ সে প্রতিশ্রুতিশীল ফাস্ট বোলার। অনেক সংগ্রাম করে সে জাতীয় দলে খেলছে। আমিও যেটা করছি। মানুষ হিসেবে আমি যতটা সম্মান পাচ্ছি তারও পাওয়া উচিৎ। যে ঘটনা ঘটেছে এটা মাঠে ঘটে থাকে। যেটা আমরা সবসময় স্বাভাবিকভাকে নেই। তবে আজ কেন নিতে পারছি না? আমি বুঝতে পারছি না।’

শুভাশিষের কাছে আবারও ক্ষমা চেয়ে মাশরাফি বলেন,‘ আমি ওর কাছে ক্ষমা চাচ্ছি। ও আমার ছোট ভাই। ওকে ওভাবে বলা বা শুরু করা ঠিক হয়নি। তাহলে হয়তো মাথা ঠাণ্ডা থাকতো ওর। এটা নিয়ে বাড়াবাড়ি না করে এখানেই শেষ হোক। সে আমার ছোট ভাই, টিমম্যাট। আমরা অবশ্যই এটা ভুলে যাব। আপনারা এটা নিয়ে বাড়াবাড়ি না করলে এখানেই শেষ হয়ে যাবে।’

বুধবার রাতে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম ভাইকিংস ম্যাচে একটা ঘটনাকে কেন্দ্র করে এক পর্যায়ে মাশরাফির দিতে তেড়ে যান পেসার শুভাশিস। এ ঘটনা নিয়ে তোলপাড় সারা দেশ।

ঘটনাটি ঘটে ম্যাচের ১৭তম ওভারে। বল করতে আসেন পেসার শুভাশিস রায়। প্রথম দুই বলে ২ রান আসার পর ওভারের তৃতীয় বলে চার হাঁকান মাশরাফি। মাশরাফির কাছে মার খেয়ে বস্তুত ভিতরে ভিতরে কিছুটা মেজাজ হারান শুভাশিস।

মাশরাফি পরের বলের জন্য প্রস্তুত হবার আগেই ওভারের চতুর্থ বলটি করে ফেলেন শুভাশিষ। বলটি ছিল ইয়র্কার। অপ্রস্তুত মাশরাফি রক্ষণাত্মক খেলতে বাধ্য হন। বলটি ধরেই মাশরাফির দিকে অখেলোয়াড়সুলভ ভঙ্গিতে থ্রো করতে উদ্যত হন শুভাশিস। এমনিতে প্রস্তুত হবার আগে বল করে মাশরাফির মেজাজ কিছুটা বিগড়ে দেন। এরপর বাজে ভঙ্গিতে থ্রো করতে উদ্যত হলে প্রতিক্রিয়া দেখান মাশরাফিও। হাত দিয়ে বোলারকে নিজের বোলিংয়ে ফিরে যেতে ইশারা করেন। তখনই মাশরাফির দিকে গালমন্দ ছুড়ে তেড়ে যান ২৮ বছর বয়সী পেসার।

আশেপাশের ফিল্ডারদের চেষ্টায় শেষমেশ নিবৃত্ত হন শুভাশিস।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ৯, ২০১৭ ১০:০৬ পূর্বাহ্ণ