৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:১৭

বাঞ্ছারামপুর ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দীতে  ৪০ হাজার পাঁচশ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মা ও ছেলেকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার দিনগত রাতে উপজেলার মরিচাকান্দি এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এরা হলেন-মরিচাকান্দি এলাকার ঝরনা বেগম (৫৫) ও তার ছেলে সুমন মিয়া (২৫)।

র‍্যাব ১৪ ভৈরব ক্যাম্পের পরিচালক মেজর নাজমুল আরেফিন পরাগ মাদক উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন ও জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলায় মরিচাকান্দি এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পাঁচশ’ পিস ইয়াবাসহ মা ও ছেলেকে আটক করা হয়।

এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ৮, ২০১৭ ৯:১৮ অপরাহ্ণ