২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৬

সোনারগাঁওয়ে ১ হাসপাতাল ও ৫ ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

বুধবার দুপুরে সোনারগাঁওয়ে  ৫টি ফার্মেসি ও ১টি বেসরকারি হাসপাতালকে নিষিদ্ধ ও মেয়াদ উর্ত্তীণ ওষুধ রাখার অপরাধে  ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএম রুহল আমিন রিমন।
বিএম রুহল আমিন রিমন জানান, দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালানো হয়। এসময় নিষিদ্ধ ও মেয়াদ উর্ত্তীণ ওষুধ বিক্রির অপরাধে মৌসুমী ফার্মেসির মালিককে ৮ হাজার টাকা, কিশোর ফার্মেসিকে ৫ হাজার টাকা, সাদিয়া মেডিসিন কর্নারকে ২০ হাজার টাকা ও এ টু জেডকে ৩০ হাজার টাকা অপর আরেকটি ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে রয়েল হসপিটালকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :নভেম্বর ৮, ২০১৭ ৮:৩৮ অপরাহ্ণ