স্পোর্টস ডেস্ক:
ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ও নিজেদের দ্বিতীয় ম্যাচে বিকেলে আয়ারল্যান্ডের ডাবলিনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আত্মবিশ্বাসী বাংলাদেশ ক্রিকেট দল। দুই দলের মধ্যকার ম্যাচটি ক্লন্টার্ফ ক্রিকেট ক্লাব মাঠে বাংলাদেশ সময় বিকেল ৩.৪৫ মিনিটে (স্থানীয় সময়ে সকাল ১০.৪৫) শুরু হবে।এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারো ক্রিকেটে ফিরতে যাচ্ছেন মাশরাফি মুর্তজা। যার ফলে এ ম্যাচ থেকে আবারো নিয়মিত অধিনায়কের অধীনে খেলতে দেখা যাবে বাংলাদেশকে।নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে তাদের মাটিতে ধবল ধোলাইয়ের স্বাদগ্রহণ করলেও অচেনা আবাহাওয়ায় বেশ ভালো খেলেছিল মাশরাফিরা, তৈরি করেছিল ম্যাচ জয়ের সুযোগও। শেষ পর্যন্ত ম্যাচগুলো হাত থেকে ফসকে গেলেও আশা জাগানিয়া পারফরম্যান্সগুলো নতুন করে স্বপ্ন দেখাচ্ছে সাকিব-তামিমদের।নিয়মিত দলের সদস্যদের মধ্যে অনেকেই খেলছেন না ত্রিদেশীয় সিরিজে। ছয়জন অভিজ্ঞ ক্রিকেটার ছাড়া বাকি তরুণদের নিয়ে গড়া নিউজিল্যান্ড দলকে তাই এক অর্থে আনকোরা দলই বলা চলে। এ সুযোগটাকে কাজে লাগাতে চায় বাংলাদেশও। নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিতে পারলে জয় পাওয়া খুব করেই সম্ভব জানেন বাংলাদেশ শিবিরের প্রতিটি সদস্যও।নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। মাশরাফি মুর্তজার দলে প্রত্যাবর্তনের ফলে কিউইদের বিপক্ষে একাদশের বাইরে যেতে হতে পারে গতি তারকা তাসকিন আহমেদ কিংবা রুবেল হোসেনের মধ্যে যেকোন একজনকে। সেক্ষেত্রে মাশরাফি মুর্তজার পাশাপাশি মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন/তাসকিন তিন পেসারের সঙ্গে দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে কিউই বধে মাঠে নামতে দেখা যেতে পারে বাংলাদেশকে।অন্যদিকে, আগের ম্যাচের অপরিবর্তীত একাদশ নিয়েই বাংলাদেশের বিপক্ষে ব্ল্যাক ক্যাপসদের লড়তে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।তবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে সবকিছুকে ছাপিয়ে আলোচনার শীর্ষে এখন বৃষ্টি। সিরিজের আগের দুইটি ম্যাচের মতো আগামীকালও মাঠের লড়াইয়ে বাধা হয়ে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে বৃষ্টির বলে জানা গেছে।স্থানীয় আবহাওয়া অধিদফতরের সূত্রমতে, বুধবার সকাল থেকে সারাদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতা শতকরা ৬৪ ভাগ থাকার পাশাপাশি ডাবলিনে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯ মাইল থাকবে বলেও জানা গেছে।বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন/ তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), লুক রনকি (উইকেটরক্ষক), জর্জ ওয়ার্কার, রস টেইলর, নিল ব্রুম, জেমস নিশাম, কলিন মুনরো, মিচেল সেনানিয়ার, ইশ সোদি, শেঠ রানা, স্কট কুগলেলিজন।
দেশ জনতা/এন এইচ