২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২৪

বিনামুল্যে হার্ট অ্যাটাকের ইনজেকশন

নিজস্ব প্রতিবেদক:

হার্ট অ্যাটাকের পর জরুরি জীবন রক্ষাকারী ইনজেকশন এখন থেকে বিনামুল্যে পাওয়া যাবে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। চিকিৎসকেরা বলছেন, হার্ট অ্যাটাকের পর ধমনিতে জমাট বেঁধে যাওয়া রক্ত গলিয়ে দেয়া এই ইনজেকশন জীবন রক্ষা করতে পারে।

হার্ট অ্যাটাকের শিকার হয়ে কেউ ওই হাসপাতালের জরুরি বিভাগে গেলে বিনামূল্যে এই ইনজেকশন পাবেন। বাইরের ওষুধের দোকানে তা কিনতে গেলে দাম পড়ে পাঁচ-ছয় হাজার টাকা।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক আফজালুর রহমান রোগীদের বিনামূল্যে এই ইনজেকশন দেওয়ার আদেশ জারি করেছেন।

কোনো নার্স বা চিকিৎসক এই ইনজেকশন রোগীদের দিয়ে বাইরে থেকে কিনে আনালে বা কেনার পরামর্শ দিলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

অধ্যাপক আফজালুর রহমান সংবাদমাধ্যমকে বলেছেন, মূলত গরিব রোগীর কথা বিবেচনা করে হাসপাতালের নিজস্ব বরাদ্দ থেকে সম্প্রতি এই ইনজেকশন কেনা হয়েছে।

দৈনিক দেশজনতা/এমএইচ

প্রকাশ :মে ১৭, ২০১৭ ১২:২৩ অপরাহ্ণ