১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৯

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

মাগুরা প্রতিনিধি:

মাগুরার শ্রীপুর উপজেলার নহাটা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদ শেখ (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে উপজেলার কাদিরপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে জাহিদ নহাটা গ্রামের রবি মোল্যার বাড়িতে নির্মাণ শ্রমিকের কাজ করছিল। এ সময় ওই বাড়ির পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে সে বিদ্যুতায়িত হয়। পরে দ্রুত তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ৮, ২০১৭ ৪:০০ অপরাহ্ণ