১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৯

অ্যাটর্নি জেনারেল জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন

নিজস্ব প্রতিবেদক:

অ্যাটর্নি জেনারেল (মাহবুবে আলম) জনগণের পয়সায় বেতনভুক্ত সাংবিধানিক পদে অধিষ্ট থেকে দেশের সংবিধান, আইনের শাসন, বিচার বিভাগ এবং জনগণের আইনগত অধিকারের বিপক্ষে অবস্থান নিয়েছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। বুধবাার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ক্ষোভ প্রকাশ করেন তিনি।

লিখিত বক্তব্যে জয়নুল আবেদীন বলেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিচার বিভাগকে ধ্বংসের লক্ষ্যে বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে একটি রাজনৈতিক দলের কার্যালয় বানিয়েছেন। যা খুবই দুঃখজনক। তিনি বলেন, ‘‘অ্যাটর্নি জেনারেল বলেছেন, প্রধান বিচারপতি (এসকে সিনহা) আদালতে বসলে আদালত অবমাননা হবে। অ্যাটর্নি জেনারেল হয়ে তিনি এসব কথা বলতে পারেননা। তার এই ধরনের বক্তব্য বিচার বিভাগের পরিপন্থী।’’

জয়নুল আবেদীন বলেন, সরকার মানুষের আসা ভরসার আশ্রয়স্থল দেশের সর্ব্বোচ্চ আদালতকে কারায়ত্ব এবং ধ্বংস করার জন্য পায়তারা করছে। সরকারের বিভিন্ন এজেন্সি বারবার পদচারণা করছে। যা অতীতে কখনও দেখি নাই। আমরা আইনজীবী সমিতি অত্যন্ত উদ্বিগ্ন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহ-সভাপতি উম্মে কুলসুম রেখা, সহ-সম্পাদক শামীমা সুলতানা দীপ্তি প্রমুখ।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :নভেম্বর ৮, ২০১৭ ৩:৫৬ অপরাহ্ণ