১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৬

বগুড়ায় আগুনে পুড়ল পাটের গুদাম

নিজস্ব প্রতিবেদক:

বগুড়া সদর উপজেলার মানিকচক বাজারে খন্দকার জুট মিল নামে একটি পাটের গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার সকাল নয়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত জানার চেষ্টা করছে ফায়ার সার্ভিস কর্মকর্তারা। তাৎক্ষণিকভানে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক নিজাম জানান, সকালে পাটের গুদামে আগুন লাগার খবর পেয়ে বগুড়া সদর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও গাবতলী উপজেলার একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আড়াই ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ৮, ২০১৭ ১২:৪৯ অপরাহ্ণ