নিজস্ব প্রতিবেদক:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার হিজুলীয়া গ্রামে হত্যার মামলায় ৩জনের যাবজ্জীবন ও বিশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং একজনকে খালাস দিয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান। মঙ্গলবার সকালে আদালতে দুইজন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আবু সায়িদ, আবদুল্লাহ আল মামুন ও উজ্জল। এদের সবার বাড়ি মানিকগঞ্জের বিভিন্ন এলকায়। রায়ে অপর আসামি চাঁপাইনবাবগঞ্জের শংকর কর্মকারকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
জানা যায়, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক এটিএম মনিরুজ্জামানের মা তাজালিয়া বেগম আলোকে তার ছোট মেয়ের স্বামী আবু সাঈদ জমি লিখে দেয়ার জন্য হুমকি দিয়ে আসেছিলেন দীর্ঘ ধরে। জমি লিখে না দেওয়ার কারণে ২০১৩ সালের ২৫ জুলাই রাতে আসামি আবু সাঈদ তার দুই বন্ধু আব্দুল আল মানুষ ও উজ্জলকে নিয়ে তার শাশুড়িকে হত্যা করে।
ঘটনার দিন নিহতের মেজ মেয়ের স্বামী মো. আওয়াল খান বাদী হয়ে ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরের দিন পুলিশ সাঈদকে ঘিওর থেকে গ্রেফতার করে। তার স্বীকার উক্তি অনুযায়ী অন্যদের মানিকগঞ্জের বিভিন্নস্থান থেকে আটক করা হয়।
২০১৪ সালের ২৪ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ১৮জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আদালত এই রায় দেন।
দৈনিক দেশজনতা /এন আর