১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৪

৩৭’র মৌখিক ও ৩৮তম বিসিএস প্রিলিমিনারির তারিখ চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক:

৩৭তম বিসিএসের মৌখিক ও ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এছাড়াও ৩৯তম বিসিএসের বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ে অনুষ্ঠিত পিএসসির বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘আজকের বৈঠকে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা একাধিক বিসিএস নিয়ে কাজ করছি যেন গড়ে সময় কম লাগে।’ পিএসসির চেয়ারম্যান বলেন, ‘সিদ্ধান্ত অনুযায়ী ৩৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলতি মাসের ২৯ নভেম্বর শুরু হবে। ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে ২৯ ডিসেম্বর। আর ৩৯তম বিসিএসের জন্য বিধিমালার সংশোধনের জন্য জনপ্রশাসনে সংশোধনের প্রস্তাব পাঠাবে পিএসসি।’ ‘এটি বিশেষ বিসিএস করার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য এ সংক্রান্ত কাগজপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমতির জন্য তা পাঠানোর সিদ্ধান্ত হয়েছে,’ যোগ করেন তিনি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ৭, ২০১৭ ৩:৩২ অপরাহ্ণ