নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুরের কালকিনিতে ১০৫ পিস ইয়াবাসহ মো. গিয়াস নলী (৪৮) নামে আন্তঃজেলা এক ইয়াবা ডিলারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার গিয়াস উপজেলার রমজানপুর এলাকার চড়াইকান্দি গ্রামের অমরআলী নলীর ছেলে। জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কয়ারিয়া এলাকার পরিত্যক্ত একটি রাস্তার পাড় থেকে ইয়াবা বিক্রির সময় গিয়াসকে হাতেনাতে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে কালকিনি থানা মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে বলে পুলিশ জানায়। এসআই জসিম উদ্দিন জানান, গিয়াস আন্তঃজেলা ইয়াবা ডিলার হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে সে এই চোরাকারবারে সঙ্গে জড়িত।
দৈনিক দেশজনতা/এন এইচ