১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১১

অবৈধভাবে পাথর তুলতে গিয়ে প্রাণ হারালেন ৪ শ্রমিক, নিখোঁজ ৫

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কানাইঘাটে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় মাটিচাপা পড়ে নিহত হয়েছেন চার শ্রমিক। আহত হয়েছেন আরও একজন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৫ শ্রমিক। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার নয়াবাজার বাংলাটিলা এলাকায় লোভা নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ জানান, কানাইঘাট উপজেলার ১নং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের পাথরের গর্তে চাপা পড়ে ৪ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। তিনি আরও বলেন, এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৫-৬ শ্রমিক বলে দাবি করেছেন স্থানীয়রা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ৭, ২০১৭ ১১:২৫ পূর্বাহ্ণ