২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৫

ফ্লাইওভারের সোনারগাঁও ক্রসিং অংশের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

মগবাজার ফ্লাইওভারের এফডিসি মোড় থেকে সোনারগাঁও রেলক্রসিং পর্যন্ত অংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

বুধবার সকাল ১০টায় স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ফ্লাইওভারের এ অংশের উদ্বোধন করেন।
বিজিএমইএ ভবন ও সোনারগাঁও হোটেলের মাঝামাঝি ফ্লাইওভারের শুরুর অংশে এ উদ্বোধন করা হয়।
এ সময় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশরারফ হোসেন বলেন, ‘মগবাজার-মালিবাগ ফ্লাইওভারের যে অংশের কাজ বাকি আছে তা আমরা জুনের মধ্যেই শেষ করতে পারব। এটি উদ্বোধনের পরে এ অঞ্চলের যানজট নিরসনে ব্যাপক ভূমিকা রাখবে।’
মগবাজার ফ্লাইওভারের নিচ জলাবদ্ধতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ফ্লাইওভারের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এ সমস্যার সমাধান হয়ে যাবে।’
তিনি বলেন, ‘ওই অঞ্চলে কংক্রিট দিয়ে ঢালাই দিয়ে উঁচু করা হয়েছে। ফলে আশা করছি জলাবদ্ধতার সমস্যা সমাধান হবে।’
মন্ত্রী বলেন, ‘ফ্লাইওভার নির্মাণের কাজ করতে গেলে জায়গা লাগে ৬০ মিটার। কিন্তু আমরা ২০ মিটারের মধ্যে কাজ করেছি। এ কারণে জনগণকে কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে অচিরেই এ সমস্যার সমাধান হয়ে যাবে।’
দৈনিক দেশজনতা/এমএইচ
প্রকাশ :মে ১৭, ২০১৭ ১১:২৬ পূর্বাহ্ণ