১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০০

গোলাপগঞ্জের গোয়াসপুরে ভাইয়ের হাতে ভাই খুন

 গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক কলহের জেরে আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে।রোববার রাত ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোয়াসপুরে (কাঙালীবাড়ী) এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি গোয়াসপুর গ্রামের মকবুল আলীর বড় ছেলে শিবুল আহমদ (২৭)। তিনি এক সন্তানের জনক ও সিএনজি চালক বলে জানা গেছে।

এসময় শিবুলের স্ত্রী আলিফা বেগম (২৩) গুরুতর আহত হন।এ ঘটনায় শিবুলের ছোট ভাই ঘাতক রিপন আহমদ (১৮) পলাতক রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে শিবুল আহমদের সাথে তার ছোট ভাই রিপনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিপন উত্তেজিত হয়ে শিবুলকে ধারালো অস্ত্র বটি দিয়ে গলায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এসময় শিবুলের স্ত্রীকে ঘাতক রিপন কোদাল দিয়ে আঘাত করলে স্থানীয়রা তাকে আশংখাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলী ঘটনা সততা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক রিপনকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ৬, ২০১৭ ৮:৫৮ অপরাহ্ণ