১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫২

অভিজিৎ হত্যা মামলায় সোহেলের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক:

মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আবু সাকিব ওরফে সোহেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।সোমবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম এ আসামিকে আদালতে হাজির করে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের আবেদন করেন।

ঢাকা মহানগর হাকিম মোহাহাম্মাদ আহসান হাবীব এই স্বীকারোক্তি গ্রহণ করে আসামি সোহেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ মামলার অন্যতম এই আসামিকে রবিবার রাতে মোহাম্মদপুরের ইকবাল রোডে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (সাবেক আনসারুল্লাহ বাংলা টিম) ইন্টেলিজেন্স শাখার সদস্য।  ওই হত্যাকাণ্ডের পর এ আসামিকে ধরতে পুরস্কারের ঘোষণা দিয়েছিল পুলিশ।

পুলিশের দাবি, আসামি সোহেল ব্লগার অভিজিৎ রায়কে হামলার ঘটনায় সরাসরি অংশি নিয়েছিলেন।

ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে সন্ত্রাসীরা তার স্ত্রী নাফিজা আহমেদসহ কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিজিৎ। ওই ঘটনায় ওই বছর ২৭ ফেব্রুয়ারি অভিজিতের বাবা বিশিষ্ট শিক্ষাবিদ অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন। অভিজিৎ ও তার স্ত্রী দুজনই আমেরিকাপ্রবাসী। তিনি মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক। তার লেখা নয়টির বেশি বই রয়েছে।

মামলাটিতে এর আগে আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য জাফরান হাসান, শফিউর রহমান ফারাবী, তৌহিদুর রহমান, সাদেক আলী, আমিনুল ইসলাম ও মান্না ইয়াহি ওরফে রাহীর নামে ছয়জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ৬, ২০১৭ ৭:২১ অপরাহ্ণ