১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২০

চার জেএমবি সদস্যের ১২ বছর করে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পল্লবী থানার বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় জেএমবির চার সদস্যের ১২ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। আজ ঢাকা মহানগরের ৭ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নিত্যনন্দ সরকার এ রায় ঘোষণা করেন।রায় ঘোষণার আগে আসামিদের কারাগার থেকে আদালতে উপস্থিতিত করা হয়। পরে তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ইসহাক শেখ, আনাস আলী, রফিকুল ইসলাম ও খলিল মিয়া।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২ আগস্ট রাজধানীর পল্লবী এলাকায় র‌্যাব অভিযান চালায়। এসময় আসামিদের দখল থেকে গ্রেনেডসহ বিভিন্ন বিস্ফোরকদ্রব্য পায়। ওই ঘটনায় র‌্যাব-১১ এর উপ-পরিদর্শক খন্দকার মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন। পরে ঘটনার তদন্ত করে ২০০৭ সালের ২৮ আগস্ট চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পল্লবি থানা পুলিশ। রায় ঘোষণার আগে মামলায় ১৮ সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ৭ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :নভেম্বর ৬, ২০১৭ ৬:৪৭ অপরাহ্ণ