১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৯
অনন্ত জলিল

অস্ট্রেলিয়ার মঞ্চে ইসলামের দাওয়াত দিলেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক:
বহু প্রতীক্ষিত “বাংলাদেশ নাইট ২০১৭” অনুষ্ঠানটি শনিবার অস্ট্রেলিয়ার শনিবার সিডনিতে অনুষ্ঠিত হয়েছে। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক অনন্ত জলিল ওই অনুষ্ঠানে পারফর্ম করেছেন। ‘বাংলাদেশ নাইট-২০১৭’ এর সাংস্কৃতিক মঞ্চে পারফর্মের পর প্রবাসীদের ইসলামের দাওয়াত দিয়েছেন।
 প্রবাসী বাংলাদেশী ও উপস্থিত সকলের উদ্দেশে অনন্ত বলেন, ‘আপনারা যখন দেশের বাইরে থাকেন, তখন দেশের কথা আরো ভালো মনে হয়। প্রবাসী বাংলাদেশী ভাই-বোনেরা যারাই আছেন তারা সবাই নামাজী মানুষ। আমরা ইনশাআল্লাহ্‌ ইসলামী লাইনে থাকবো। কাজে ব্যস্ত তো থাকবো, তবে পাচঁ ওয়াক্ত নামাজ ও পড়বো।’
বাংলাদেশ নাইট অনুষ্ঠানে আরো পারফর্ম করেন নগর বাউলের জেমস ও অর্থহীন ব্যান্ডের বেস বাবা সুমন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ৬, ২০১৭ ৫:২৮ অপরাহ্ণ