২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:১০

২০১৮ সালে সরকারি ছুটি ২২ দিন

নিজস্ব প্রতিবেদক:

আগামী বছর মোট সরকারি ছুটি থাকবে ২২ দিন। তবে এর মধ্যে ৭ দিনই সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ শুক্র ও শনিবার।সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আগামী বছরের এই ছুটির তালিকা অনুমোদন পায়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, ২০১৮ সালে ১৪ দিন সাধারণ ছুটির সঙ্গে নির্বাহী আদেশে ৮ দিনের ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে।চলতি বছরও সরকারি ছুটি ২২ দিন, যার মধ্যে ১০ দিনের ছুটি পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।

ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, মন্ত্রিসভার বৈঠকে পটুয়াখালীর পায়রাবন্দে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সরকারের মালিকানাধীন রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড ও চীনের প্রতিষ্ঠান চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (নোরিনকো) মতো যৌথ উদ্যোগে কোম্পানি গঠনের লক্ষ্যে এ সংক্রান্ত চুক্তি এবং সংবিধির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া বৈঠকে ওয়েজ আর্নার বোর্ড-২০১৭ এর খসড়াও অনুমোদন হয়েছে বলে জানান মন্ত্রপরিষদ সচিব।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ৬, ২০১৭ ৫:১১ অপরাহ্ণ