নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখা ছাত্রলীগের ৯ কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কারণ হিসেবে দলীয় শৃঙ্খলাভঙ্গের কথা উল্লেখ করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের শেখ সোহেল মামুন, মাহফুজ আরাফাত, ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি বিভাগের রাব্বি, গণযেগাযোগ ও সাংবাদিকতা বিভাগের লিটন, আরবি বিভাগের শফিক, ফিন্যান্স বিভাগের আশিক, ইতিহাস বিভাগের জামিল হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শাহিন ও হিসাব বিজ্ঞান বিভাগের জাকির হোসেন। তারা সবাই প্রথম বর্ষের শিক্ষার্থী।
তবে ছাত্রলীগ সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ব্যান্ড সোসাইটির অনুষ্ঠানে এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষারের অনুসারি কর্মীরা নারীদের সঙ্গে অভব্য আচরণ করেন। তাদের এই কাজে বাধা দেওয়া হলে ব্যান্ড সোসাইটির কয়েকজনকে তারা পিটিয়ে আহত করেন। পরে কেন্দ্রীয় ছাত্রলীগ এক সিদ্ধান্তে তাদেরকে বহিষ্কার করে। এ বিষয়ে এফ রহমান হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
দৈনিক দেশজনতা /এমএইচ